কাজে বাইরে এখানে সেখানে
মন বসানো বড় দায়
খুব কাছেই একটি গল্প
আলো আঁধার মিটি মিটি
অস্পষ্ট কণ্ঠস্বর
কি আহবান বা কিসের আমন্ত্রন- অস্পষ্ট ।।


এ পাতা ও পাতা কাগজের পাতা দেখি
পড়ি দেখি না এভাবে না
এটা মিলেনা সেটা মিলেনা
আবার টাইপ করি আবার রিভিউ করি
এইতো ফাইনাল -হলো এখন
কিন্তু সত্যি কি ফাইনাল ।।


সত্যি বিশ্বাস করি তো
সত্যি আত্নবিশ্বাস আছে কি আমার
তাহলে এত বুক দুরু দুরু কেন
ইস, এর চেয়ে আর কিছু চাইনা আমি
বার বার বলি, বার বার বলি
সত্যি যেন হয়, আমার এ বিশ্বাস ।।


হাটি হাটি ভাবি আর ভাবি
প্রার্থনা করি আবার প্রভুকে ডাকি
চাই, যেন সত্যি এ আশা পূরণ
এ পর্যন্ত দিয়েছে সব আমায়
দিবেনা কেন প্রভু তুমি, সত্যি দিবেইতো
তবুও এ উত্তাল অনুভূতি কেন ।।