আলো, আকাশ, পাহাড়, গাছ লতা পাতা
যেখানে চোখ যায়, হাত দেই
সবই কেমন যেন অচেনা, কাছের কেউ না
তবুও তারাই আমার আপণ, তারাই আমার পর।


নিজেকে দেখি
পোষাক, চলন, বলন, খাবার দাবার
কথোপকথন,  সবই এলোমেলো
আমার সেই আমারটি অনেক দূরে, অভিমানে।


সূর্যের আলোতে ভীনদেশী তেজ
দিনের সময়ে অচেনা গতিময়তা
শব্দগুলো শুনি কিন্তু মনে খেলা করেনা
মানুষের চাহনীতেও ভীনদেশী চোখ।


ভীনদেশী পৃথিবীতে সবই ভীনদেশী
অচেনা আকাশ তারা চাঁদের মত
দূরে সুউচ্চ পাহাড়ের হাতছানির মত
প্রেম ভালবাসা!! সেটাও যেন ভীনদেশী।