আমি, তুমি, আমরা সুন্দর এ পৃথিবীর মানবজাতি
নিজেকে দাবী করতে দ্বিধা করিনা ও দাবী করি
আমরা সৃষ্টির সেরা জীব, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই
অথচ এই মানুষই এই সুন্দর পৃথিবীকে করছে কলুষিত অবিরত ।


কারো ভাল দেখতে পারিনা, কারো উন্নতি দেখতে পারিনা
কেউ সুখ স্বাচ্ছন্দ্য, মিলে মিশে দারুন দিন কাটছে দেখলে
যেন অন্তর জ্বলে, অকারণে প্রতিশোধের রুপরেখা আঁকতে থাকে ।।


কতিপয় ভিনগ্রহের কিছু মানসিকতাপূর্ণ বহুরুপী মানুষ
করছে দুষিত, কলংকিত, সংঘাত , মলিন ও অন্ধকার
মূখরোচক নিজের মনের মাধুরি মিশিয়ে রটনা ঘটনা
যা সৃষ্টির সেরা জীবের মননে, আচরণে থাকেনা ।


কারো আলোকিত জীবন দেখলে, কারো স্বাচ্ছন্দ্য সবুজ জীবন হলে
তাদের যেন হয়না সহ্য, হয়না যেন সন্তুষ্টি
ছলে বলে কৌশলে, এক কে একশ করে চলে নানা সত্য মিথ্যার সমালোচনার বুলি
পিঁপড়ার মত দল বেধে করে নানা মন্ত্রনা,
সেই মানুষের আলো যেন করে দিতেই হবে  ম্লান।।


মেতে উঠে আনন্দে উল্লাসে যখন আলো
ষড়যন্ত্রের কষাঘাতে হয় মলিন
নিভু নিভু আলো দেখে হয় মাতোয়ারা
কিন্তু ভাবেনা তা যে ক্ষণিকের
সূর্যের আলো মেঘে ঢেকে দিয়ে যেমন আভায় হয় শুধু আবছা
তেমনি আলোকিত মানুষ তো দিবেই আলো, আগে হোক পরে হোক
শুধু ব্যবধান থাকে ঋতু বদলের চলমান সময়ের মত  ।।


বাধা বিঘ্ন বিপদ আপদ
রোগ জরা, ব্যাথা বেদনা, ঝড় বৃষ্টি যেমন সর্বদা থাকেনা চলমান
সুন্দর পৃথিবীর সুন্দর মানুষের জীবনেও থাকেনা সদা অন্ধকার কালো রাত্রী
ভোর যত সন্নিকট, তত কালো অন্ধকার গাঢ় হবেই, চিরন্তন সত্য
তেমনি তোমার আমার, ব্যথা বেদনা, বাধা বিঘ্ন যত বেশী হবে
ততই হবে এ জীবন আরো  সোনার মত চক চক, খাঁটি সোনা ।


ততদিনে প্রকৃতির নিয়মেই, সৃষ্টির ইশারাতেই
ভিনগ্রহের প্রাণী হয়ে যাবে বিলুপ্ত, থাকবেনা অমনুষ্যত্য
থাকবেনা, মিথ্যাচারের অনন্ত উল্লাস, তাচ্ছিল্য উন্মাদনা
অন্ধকার ভেদ করে ভোরের রাঙা রবি উঠবে
নীল আকাশের পুব দিকে, সে দিনের প্রতিক্ষাতো করতেই পারি ।