রোদসীদগ্ধ রৌদ্রপ্রখর রোরুদ্যমান কবিতায়
গনগনে হাসি অবিনীত রূপে ভরাগ্রীষ্মের সবিতায়
সুরপ্লাবনের মৌন সমীরে, মেঘমল্লার ছেয়ে যায় ধীরে
তার ছেঁড়া কারো ময়ূরবীণার মন্দ্রনিনাদে লহমায়-
ঘুম ছুটে গেছে, জেগে ওঠো তুমি নদী,
দক্ষিণবাহিনী, জোয়ারের জলে যদি
ভাসাই তরণী পার হব ভেবে প্রতীক্ষা ভেঙে যামিনীর
আমাকে তুমি কি ডোবাবে? অভিসম্পাতে অভিমানিনীর
পথহারা হয়ে অবশেষে একা তটে,
অজানা কি আর, সবটুকু জানো বটে!


আহত ডানার হতাশাপুঞ্জ পাখি গায় ক্ষীণ কন্ঠে,
কালবোশেখীর আগমনধ্বনি ঘুরে আসে নির্ঘণ্টে!
তবু নীড় বেঁধে, তবু আরো কেঁদে প্রপঞ্চে ধরি সুর
তঞ্চক হল বিবাদী কতক স্বর, আরাধ্যা গেল দূর!