বড় অভিমানী - এ তীর ও তীর,


অধীর অধীর এ বাঁক ও বাঁক,


উজান-ভাটায়,


স্রোত কেটে কেটে শ্রান্ত।


ঘড়ি ধরে চলা কাঁটায় কাঁটায়,


তবু ভুল হয়-


কে বা জানতো!



এখন খানিক চোখ বুজে আসে,


বরষা আকাশে, পাল তোলা মনে-


মল্লারে লাগে হাওয়া!


সেধে সেধে গেছি পাঁজরার নিচে,


বিষে ভরা গান,


এখনো হল না গাওয়া!



ভাল মন্দের সংজ্ঞা হারিয়ে,


কতকিছু লিখে, দেখো-


আমি পাথরের মত ক্ষান্ত!


অভিমান জমে আঁধার ঘিরেছে,


বড় অভিমানে


আমি ক্লান্ত।