হঠাৎ থেমেছি,
সামনে আমার বদ্ধ-অন্ধ গলি,
চেনা পথে ছেড়ে নেমেছি কে যেন ডাকে,
অচেনা লেগেছে চিরচেনা মুখ-গুলি,
সুখী হোক, যদি এভাবেই সুখে থাকে,
পদ্ম যেমন পাঁকে!  


প্রতিদিন আর বুঝিয়ে কি লাভ নিজেকেই,
ভারী ভারী কথা, চোয়াল পড়েছে ঝুলে!
যে ছিল যেমন, আজও তো রয়েছে সে-ই
আঁধারে তো কেউ দরজা দেয়নি খুলে!


দ্বিধা ছিল না তো বান্ধবহারা হতে,
আমি ভেসেছি কত না রাত্রি দিবসে একা,
কূলভাঙা নদী আকুলি বিকুলি স্রোতে,
দিল না তো কেউ দুহাত উঁচিয়ে দেখা!


গৃহগোধিকার শব্দে ভেঙেছে ঘুম,
আকাশে উঠেছে দাউদাউ জ্বলে আলো,
হৃদয় মরেছে, চিতায় এখনো ধূম,
তবু বেঁচে আছি, আছি বটে বেশ ভালো!