যদি আজ বধির হয়েছে পৃথিবী-
অমেয় আর্তরবে,
অজেয় দানব দলনে পিষ্ট শিশু,
ঘুমিয়ে পড়েছে তবে,
মহাঘুমে; অকাল-রাত্রি ত্রস্ত গগনে তারা,
আঁধারে মরেছে যারা,
যুদ্ধের মৌসুমে
ক্লীবতার খাঁড়া গোপনে পেছনে রেখে,
আজ থেকে আমি শত্রু হলাম তোমাদের,
কবিতায় বলি ডেকে!


এই খর-তর ধার জিভের ডগায় সত্য,
নাচে উত্তাল, তালহীন,
বেসুরো বেদনাদৃপ্ত,
মত্ত রাত্রিদিন,
আমি আহুতি দিলাম একটি একটি ছন্দ,
পুড়েছে দেখেছি, বুকে টেনে নিই,
আত্মার পোড়া গন্ধ,
আমি যত্নে রেখেছি বুকের খাঁচায় মেখে,
আজ থেকে আমি শত্রু হলাম তোমাদের,
কবিতায় বলি ডেকে!