দিনের বরাদ্দ সময় আঁকে-বাঁকে পার হয়
রাতে কাঁপুনি আসে থরথরিয়ে
গায়ে জ্বর আসে, গলাটা শুকিয়ে কাঠ
চোখ-মুখ, দাঁত শক্ত হয়ে যায় ।
মাঝে মাঝে নিজের চুল ধরে টানে,
কখনো অন্যের চুল খিচায়।
কার মনেতে কি স্বপ্ন লুকোচুরি খেলে,
কেউ জানে না কতো আশা হারাচ্ছে ভাষা
ভাষার তারে শব্দ আসতে দেরি হলেও
নেটওয়ার্ক পাওয়া মাঐ ব্যথা স্পষ্ট ।
কষ্ট সবাইকে ব্যথা দিতে পারে,
ব্যথা আঘাত হানতে পারে,
কিন্তু আঘাতে আঘাত মনকে খাঁটি করে
পুড়া বনে বৃষ্টির ছটার মত মনের বনকে সজীব করে।
তাই যাদের মন এখনো কচি, কিংবা দুর্বল
ঘুমানোর আগে রোজ একটি করে ‘আঘাত’ অবশ্যই সেবন করবেন।