জীবনটা যেন উলঙ্গ আলু, পটল
কখনো ঝুলন্ত, কখনো বা দুর্গন্ধ খাঁচায়।
করজোড়ে বাড়ি এসে কাঁধে হাত,
কিছুদিন পর গলায় পাঁচ।
তোমাদের পাশে আছি
পাশে থাকারই কাজ করি,
পাবলিকই তো আমাদের ভগবান।
সেই ভগবান একদিনের কলঙ্ক গায়ে মেখে
শয়তান নির্বাচন করে।
কী দুরন্ত সাহস, পান্থা ভাতে জল !
জীবনটা সত্যিই যেন উলঙ্গ আলু, পটল।