আবার আসিবে ফিরে মা বছর পরে
এই ধরাধামে শান্তি নামে সর্ব সুখে,
আবার আসিবে ফিরে মা মোর সম্মুখে;
কৈলাশ থেকে ভক্তের কাছে বর্ষ ঘুরে।
শুভ বিজয়া মায়ের ফেরা  হল ঘরে-
কার্তিক, গণেশ বর দিল হাসি মুখে,
সরস্বতী লক্ষ্মী, দিল জ্ঞান ধন সুখে;
ভক্তে মনোবাঞ্ছা পুণ্য হোক ঘরে ঘরে।


অশুভ শক্তি বিনাশে ধর্ম সংস্থাপনে,
ভক্ত মনে শক্তি দিলে সত্য নিষ্ঠাবানে।
সুখে থাকুক সকলে ধরা শান্তি ধামে
মায়ের আশীষ রবে শিরে, —হবে জয়,
উমা দুর্গতিনাশিনী! স্মরণে সে নামে
বিপদ হতে থেকেও  মিলবে অভয়।


১৮ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ