হে জননী জন্মভূমি মোরে কর ক্ষমা
কী দোষে পাপের দণ্ড বুঝিতে পরি না?
জন্ম মোর তব কোলে এ যেন বেদনা,
সয়ে আছি বহুকাল কেউ বুঝেনি মা।
কত  শত  অভিযোগ  শব্দের  উপমা—
'শব্দের  তীরে আহত  মনে বাঁধে হানা
এ যে আমি বাক রুদ্ধ বলিতে পরি না'
দুঃখ কষ্ট মোর ভাগ্যে লেখা কেন হে মা?


সব সন্তান প্রাণের  আমি  অবহেলা
সবাই আছে সুখেই  মোর কালবেলা।।
এই মোর কাজে তুমি কেন নও খুশি
হে জননী! তব মনে কবে হবে  ঠাঁই,
প্রাণের থেকে তোমাকে বড় ভালোবাসি
বেঁচে থেকে যেন তব মনে স্থান পাই।


১৪ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ