বাবা মানে এই পৃথিবী,
চন্দ্র, সূর্য, নক্ষত্র দেখা মায়ের আঁচল,


বাবা মানে একটি বটবৃক্ষ
হাজারও স্বপ্ন বেড়ে উঠার আবাস স্থল।


বাবা মানে আদর্শ শিক্ষক
জীবন এগিয়ে যাওয়ার মাইলফলক,


বাবা মানে মাথার উপরে ছাদ
সংসারকে সুখ দুঃখে টিকে রাখার মহাপরিচালক।।


বাবা মানে পৃথিবীর বাদশা
আশা ভরসা, না চাওয়া অফুরন্ত ভালোবাসা,


বাবা মানে পৃথিবীর আলো
অন্ধকারকে আরও আলোকিত করার প্রত্যাশা।


বাবা মানে জীবনের ভিত্তি
এ বিশ্ব জগৎ সংসারের মূল চাবিকাঠি,


বাবা মানে দুঃসময়ের বন্ধু
ছোট্ট বেলার পড়া লেখার খুব কাছের সহপাঠী।


বাবা মানে সার্বভৌমত্ব রক্ষক
কালবৈশাখীর ঝড়ে দাঁড়িয়ে থাকা মহা অট্টালিকা,


বাবা মানে এ সংসারের কর্তা
নিঃস্বার্থ উজাড় করে দেওয়া একজন খোকা।


বাবা মানে বিশ্ব ব্যাংক
মনের আশা বাসনা পূরণে সকল ব্যাংক সংস্থা,


বাবা মানে অতৃপ্ত পূরণে বাসনা
মনের সাহস, শক্তি, বল, বেঁচে থাকা আস্থা।


বাবা মানে বৃক্ষের ছায়া
জীবনের সব সুখ-দুঃখ হৃদয়ের ক্লান্তির অবসান,


বাবা মানে পৃথিবীর সব সুখ
সব শিশুর হৃদয়ে ঘুমিয়ে থাকা জাগ্রত প্রাণ।।


১৯||০৬||২০২২ খ্রিস্টাব্দ