কেন কর মিছে আশা মন রাঙা সনে?
টাকা, কড়ি, ধন শেষে নাহি যায় জনে।
মন বড় লোভী, সব কিছু পেতে চায়,
যত হোক টাকা কড়ি, চায় আর চায়।
মন চায় আরো বেশি বেশি পেতে শুধু,
সুখে থাকা আশে, মন খেতে চায় মধু।
লোভী মন সব পেলে তবে সুখী হবে—
খালি গায়ে এসে তুমি সব চাও ভাবে?
হায়, হায় দেব, যত বর কর জনে,
এতে কভু খুশি নয়, সব শুন্য মনে।
মন কেন স্থির নয়? দিকে দিকে ফেরা
পাপ বাসা বাঁধে, মন সুখে হয় সেরা।
লোভ শুন্য হও তুমি —হবে না'ক দুখি,
অল্পে তৃপ্ত কর তুষ্টি —তুমি হবে সুখী।


২৮/১/২৩
                               ( চতুর্মাত্রিক কবিতা )