আমি আর আসবো না
মোঃ লিটন সরকার


পৃথিবী যদি কখনো তার রং বদলায়,
রুপ রস বিসর্জন দেয় সময়ের স্রোতে,
কিংবা নগ্নতার বৈধতা চেয়ে দাবি করে,
তাহলে বলে দিও আমি আর আসবো না।


পৃথিবীর শৈশব আমি দেখেছি, বড়ই সুন্দর
মসৃণ তার রুপ লাবণ্য আর চঞ্চলতা,
সবুজে সবুজময়, পাখির কলকাকলি,
নদীর স্রোতধারা, নানান চম্পাকলি।
শিশির ভেজা ঘাস, ইলিশ মাছের আঁশ,
লাঙল কাঁধে বয়ে কৃষক মাঠে করতো চাষ।


পৃথিবী এখন বড় হয়েছে কৈশরে পা পরেছে
যৌবনে করেছে পদার্পণ, উথলে উঠেছে যৌনতা,
বনভূমি উজাড় করে রিসোর্ট, হোটেল থেকে কলকারখানা,
শিশুপার্ক ভেঙে দাঁড়িয়ে আছে বড় বড় সরাইখানা,
পাহাড় কেটে গেছে বড়সড় রাজপথ রেলপথ আর
বড় বড় অট্টালিকা, দালান কোঠার নির্ভুল সমাহার।


সময়ের স্রোতে সাগরের বুকের লবনাক্ততা হারিয়ে
বিজ্ঞানের অপরুপ সৃষ্টি ভালবাসা ছাড়িয়ে
তৈরি করছে মানবতাহীন এক বিশাল পরিমন্ডল
যার বুকের ভাঁজে ভাঁজে শোনা যায় আত্ব চিৎকারের বলিদান,
হয়তো এই শব্দ দুর থেকে শোনা যায় না।


তবে পৃথিবীর রুপ এখনই থমকে যাওয়ার নয়,
যতদিন মনুষ্যত্ব রা হচ্ছে না ক্ষয় , তাই আমি চললাম,,,,,
ধোঁয়ার সাগরের ঢেউ আসতে চলেছে,
নিরাশায় মানুষ বাঁচতে চলেছে,
কৃষক শ্রমিক কামার তাঁতি থেকে শুরু করে নিমগ্ন জনতা।
ছোট্ট বেলায় মা বলেছে
পৃথিবী হয়ত আমাদের জন্য না,,,,
পৃথিবী যদি কখনো তার রং বদলায় বলে দিও আমি আর আসবো না।