যদি প্রেম দিলে না প্রাণে
মোঃ লিটন সরকার


যদি প্রেম দিলে না প্রাণে ,
কেনো ভোরের আকাশ ভরে দিলে
        এমন গানে গানে।
               কেনো তারার মালায় গাঁথা,
                     কেনো ফুলের শয়ন পাতা ,
                       কেনো দখিন হাওয়ায় গোপন কথা
                          জানায় কানে কানে ।
                                 যদি প্রেম দিলে না প্রাণে‌।
কেনো পাখির মিষ্টি সুরে
  ঘুম আসে না মনটি জুড়ে,
   কেনো পাখিরা মুক্ত আকাশ
    বেড়ায় ঘুরে ঘুরে ।
     মুক্ত পথে চলার আশা
      তোমার আমার ভালোবাসা
       কেনো পাখি মনের কথা
        জানাই গানে গানে ।
         যদি প্রেম দিলে না প্রাণে।
        
     যদি প্রেম দিলে না প্রাণে    ,
কেনো রাতের আকাশ জোৎস্না পেলো
কোন সে মায়ার টানে।
         কেনো রাতের বুকের তারা
         কেনো ঝিঁঝিঁ পোকার সাড়া
         কেনো রাতের বুকে জোনাকিরা
         কোন সে মায়ার টানে।
         যদি প্রেম দিলে না প্রাণে।