বাসতে জানি বলেই
ভালোবাসবো নিরন্তর ।
মন, সেতো আমার আছেই
তাই শান্তনা অবান্তর।


দেখা অদেখা পৃথিবীর
অযাচিত বাস্তবতা,
আবেগী আবীর স্বপ্নলোক
সবইতো আমার আছে।


ভেবোনা একা হয়ে যাবো
মেঘকালো ভোরে,
কখনো যদি বৃষ্টিভয়ে
দেরীতে সকাল আসে।


নরহীন নারী তুমি
নির্জলা, নির্লীপ্ত অহংকারে
জালাও জমাট যন্ত্রণা,
এটাই আমার করুণা।


আমি নেই বলেই
তোমার শূন্য বলয়,
বলি দেয়, চেনা সব
সুখের সময়।  


আর দিন শেষে
তাই, তুমি একা।
জল ছলছল চোখে
দিও, রাত্রির প্রহরা।