তোর উঠোনে,
গালিচা আছে?
তার খোপায়,
কার ফুল?


কার সাধনে,
সিথি সাজে?  
পর- পুরুষ!!  
ধিক্কার তরে।


নিজের গাছে
গড়া ফুলে,
দেখনা সাজিয়ে
কি রূপ লাগে!


চৈত্র দুপুর
শুকবি তারে,
অকাম ঘামের
খোপার ঘ্রানে।


তারে বলনা
বুনে যেতে,
রাধাচূড়া
বন্য বুকে।