শত ঝড় ও প্রতিকুলতার মাঝেও  
এ  ধরা কত সুন্দর!
"চোখ খুলে দেখ" বলে মম অন্তর।
সময় চলে যায় সময়ের মতো
দিন- মাস বছর হয় কত গত!
তবু হয়না ফুরসৎ একটু দেখার
সবুজ ঘাসে নাচে শিশির,
হাসে ফুল সারা দিনভর।
পাখিরা গায় গান বৃক্ষের ডালে,
আকাশপানে মেঘেরা কেমন চলে হেলে দুলে!  
ছোট্ট শিশু কেমন প্রিয় মায়ের কোলে,
মিষ্টি কথায় কথায় লুকায় আঁচল তলে,
কেমনে হংসেরা সব ভাসে জলাশয়ে
পিঁপড়েরা খোঁজে ধন শীতের সংশয়ে।
মরণের আগে থেমে একটু যাও দেখে,
রাতের জোছনা- তাঁরা, সকল কাজ রেখে;
স্রষ্টা দিয়েছেন তোমায় শ্রেস্ট উপহার,
দাড়াও, আঁখি খোল, আজি একবার;
"চোখ খুলে দেখ এ বিশ্ব, যাত্রী", শুধায় মম অন্তর।