শিক্ষার কোন বিকল্প নাই,
শিক্ষা ছাড়া আলো নাই,
সুন্দর সমাজ গড়তে,
অন্ধকার ও কূসংস্কারের পর্দা ঘুচাতে,
বই নেও হাতে, চলো ন্যায়ের পথে,
চরিত্রটা হউক ফুলের মতো তাতে,
মেয়েটি ও হউক শিক্ষিত
ছেলেটি হয় জ্ঞানী যা-তে,
সমাজ হউক মুক্ত ও সমান
ছেলে ও মেয়ের মিলুক উপযুক্ত সন্মান।