কবর পাণে চেয়ে দেখি
আমার মৃত লাশ,
দিনগুলো সব উড়ে গেল
করে হাই-হুতাশ।


যাহা নাহি যাবে সঙ্গে,
সাজাইলাম তাহা বহু রঙ্গে,
আত্মার ঘর শূন্য করি
করি আগাছার চাষ।


যাবার সময় শূন্য হাতে,
কাফন খানি থাকল সাথে ,
সাড়ে তিন-হাত শূন্য ঘরে
হইল আমার বাস।


কবরপাণে চেয়ে দেখি
আমার মৃত লাশ
দিনগুলো সব উড়ে গেল
করে হাই-হুতাশ।