বৃষ্টি আমি ভালোবাসি
আপন জনের মতো,
আয়রে বৃষ্টি ঝরে যা-রে
আকাশ ফেটে পারিস যতো।  
পুবন হাওয়া বইছে আজি
শুনবে না রে মানা,
ব্যাঙের ছানা সুযোগ পেয়ে
নাইছে সুখে, গাইছে গান ,
করবে কে রে তারে মানা?
এমন দিনে তাঁরে আমার
অনেক মনে পরে,
যে আমারে যত্নে রাখে
হৃদয়ের ছোট্ট ঘরে।
বৃষ্টিজলে প্রেম নৌকা ভাসিয়ে
ছেড়েছি তাই তাঁর নামে,
যা -রে বৃষ্টি নিয়ে যা মোরে
আমার মনপ্রিয়ার গ্রামে।
বৃষ্টি আমি ভালোবাসি যে
আপন জনের মতো,  
বৃষ্টি এলে যে সে-ও আসে
যাকে নিয়ে আমি, আঁকি হৃদে ছবি,
আপনি আপনার মতো।