সে এসেছিল আমার বাগানে ;
ফুলগুলো তখনো ফোটেনি,
পাখিরা   তখনো ওঠেনি,
কুঁকড়াটা তখনো ডাকেনি,
হাসিমাখা চাঁদটা তখনো ঘুমায়নি ,  
ঘাসেরা তখনো  স্নান করেনি,
সুখ-নিদ্রা তখনো ভাঙ্গেনি,
তাই ধরে রাখা তাঁকে গেলোনা,
হৃদয়ের বাজারটা বসলোনা,
মনের লেনা-দেনা  হলোনা,
চোখে চোখে কথা বলা গেলোনা,
হাতে হাত রেখে বসা হলোনা
আশার  ডালিটা আমার  ভরলোনা,  
প্রেয়সী আমার স্বপনেই  রয়ে গেল,
শুধু ক্ষণিকের অনুভুতিতে ছুঁয়ে গেল।