দেখিতে পাইনা তোমায়
আছো অন্তঃপূরে,
তোমারি গৌরবে সকলি,  
সবি তোমার তঁরে।  
আছো তুমি সর্বস্থানে সবারি  মাঝে,  
দৃষ্টি আছে তোমার সবারি কাজে।    
তোমার দয়ায় পাখী ক্ষুধা মিটায়,
তোমার পরশে ফুল সুবাস বিলায়।
তোমার তঁরে ঝরনা পাহাড় হতে ঝরে,
তোমার কথাতে শিশির ঘাসেতে পড়ে।
তোমার প্রেমেতে নদী মোহনাতে যায়,
তোমার কথাতে মেঘ ভেসে বেড়ায়।  
তুমিই মালিক প্রভু, স্বর্গ মর্ত্য তোমার,
তোমাতেই থাকে যেন দৃষ্টি সবার।