অপূর্ব এই পৃথিবী
অপূর্ব সৃষ্টি সব,
চোখ আছে যার সে দেখে ,
আর কর্ণ আছে যার সে শুনে
বাতাসের গান,
নদীর কল কল ধ্বনি,  
গাছের কবিতা,
শত শত পাখিদের কলরব,
নিরবধি  ঝড়নাধারা স্বরব।
তবু  মন বলে  দৃষ্টিতেই সব,
যার যেমন দৃষ্টি;
করে সে তেমনি অনুভব।