সব কিছুতে আমি তাঁরে খুঁজি
বোঝে না সে আমায়
না আমি তাঁরে বুঝি।
চাঁদের আলো নিঝুম রাতে
উতলা করে মন,
তাঁরে নিয়ে ভাবনা জগতে
ডুবে থাকি সারাক্ষণ।
ফুলের হাসি সকাল বেলা
প্রাণেতে আঁচড় মারে,
হাসিমাখা মুখ-খানি তাঁর
বারে বার মনে পড়ে।
ভালোবাসি তাঁরে বুঝাইতে আমার
কত দিনক্ষণ পেরিয়ে গেল,
তাঁরি প্রেমে ডুবে মরি
তবু সে অচেনা রয়ে গেল।
খুঁজলো না সে আমায় ,
পেলাম না তাঁর মন,
বোঝে না সে আমায়,
না আমি তাঁরে বুঝি,
তবু তাঁরে বেসে ভালো,
আছি ডুবে সারাক্ষণ।