হারিয়ে যাব তোমাকে নিয়ে
করেছি মনে পণ,  
সাগর পাড়ে ঘর বানিয়ে
শুনবো ঢেউয়ের গান।
পাতাল ভেদে মুক্তা এনে
প্ড়াবো তোমার গলে,
আঁচল তোমার ভরে দিতে
ফুল-কলিদের আনবো দলবলে ।
সকাল বেলা সূর্য মামা
উঠবে যখন জাগি,
তোমার চোখে দেখবো জগৎ  
খোদার রহম মাগি।
গভীর রাতে জেগে তোমার
আঁকবো ছবিটা,
তোমায় নিয়ে চাঁদের গায়ে
লিখবো কবিতা।
তোমায় নিয়ে ভাবতে ভাবতে
ঢলিব নিশির-নিদ্রায়
তোমারি কোলেতে আহা
সুখেরি আলয়।
তোমায় নিয়ে ভাবতে তাই
অনেক লাগে ভালো,
একাকী, নির্জনে, তুমিই হৃদে মম,
সুখেরি প্রদীপ জ্বালো।
হারিয়ে যাব তাই, তোমাকেই নিয়ে
করেছি মনে পণ,
তোমাতে সব সপিয়া আমি
শুনাবো হৃদয়ের গান।