করোনারে করোনা
আর জ্বালাতন করিস না,
শুনি পাড়ায় ক্রন্ধন ধ্বনি
হারালো কে আপনজন
তাঁর নামটাও জানা হয়নি।
হাসপাতালে বেডের খুব অভাব
সরকার দেয়না কোন জবাব।
প্রতিবেশী করেছে দরজা বন্ধ
বইছে হাওয়া মৃত লাশের গন্ধ।
সবার মনে এখন ভয়,
কখন কার জানি কি হয়!
রাস্তায় যাওয়া এখন মানা
পুলিশ ভেঙ্গে দিচ্ছে ডানা।
গরীব মরে ক্ষুদার জ্বালায়
ওদিকে ডাক্তার ভেবে কূল না পায়।
নার্সেরা পুরা চিন্তায়
এই বুঝি পরানটাও তাঁর যায়!
শুনি বাড়ছে তোর বেগ
তোর নাই কি কোন বিবেক?
প্লিজ একটা কথা শোন,
যদি থেকে থাকে তোর কোন মন;  
তুই এখন জগত ছাড়,  
খুলে দে মুক্তির শুভ দ্বার।
করোনারে করোনা
তুই আর জ্বালাস না
ওরে এবার একটু থাম
ভেঙ্গে সকল অভিমান।