জগত মাঝে প্রভু
বড়ই হাহাকার,
তোমার আশিস্ তাই
বড়ই দরকার।
পথ -শিশু আজ
থাকে অনাহারে,
জীর্ণ-শীর্ণ পথিক
পথপাঁশে বৃথা মরে।
খুদার জ্বালায় দেখি
মা কাঁদে ভিক্ষা হাতে,
সন্তান তাঁর মহাসুখে
মদ খায় রাতে।  
দুঃস্থ -দুঃখী কাঁদে,  
বোঝার কেহ নাই
চোর-দাকাত হলো রাজা
বিচার –বিধান নাই তাই।  
জগত মাঝে প্রভু দেখি
বড়ই হাহাকার,
তোমার আশিস্ ছাড়া
কে করিবে পার?