সে ছিল আমার বাগানের
ক্ষণিকের অতিথি,
ফুলেরা সেদিন হেসেছিল সব
পাখিরা নেয় নি সেদিন ছুটি।
তাঁর কোমল পায়ের ছোঁয়ায়
ঘাসেরা পেয়েছিল লজ্জা
ভ্রমরেরা সব নিশ্চুপ ছিল
সাজিয়ে হৃদে প্রেম সজ্জা।
এসেছিল সে, ক্ষণিকের অতিথি
আমারই হৃদ বাগানে,
তাঁরি অনুভুতি, রেখে যাওয়া স্মৃতি
রাখিয়াছি  যাহা বহু যতনে
তাহাই অবসরে, মনেরই ছোট্ট ঘরে
খুজে ফেরে তাঁরে প্রতিক্ষণে।