মায়ের মতো আপন কেহ
ত্রিভুবনে নাই,
তাঁরি আঁচল তলে স্বর্গ-সুখ  
আর কোথায়ও না পাই।  
রোগে-শোকে মায়ের মতো
আর কে-বা  থাকে পাশে?
মায়ের মতো আপন করে
কে-ই বা ভালোবাসে?  
নিজের খাবার বিলিয়ে দিয়ে
নিজে থাকে ভুখা,
উতলা সে তাঁর বাছার লাগি
চোখে ভাবনার রেখা।
ভাবি যখন মায়ের কথা
চক্ষে নামে ঢল,
মা –কে বিনা জীবন আমার
একেবারেই অচল।  
মা যে সবচে আপন আমার
মাগি তাঁরই লাগি দোয়া,  
মা যেন সদা ভালো থাকে
এইটুকুই আমার চাওয়া।
মা-কে যেন করি না তুচ্ছ,
করি না কভু অযতন,
মায়ের কাছে  যে আমিই সেরা
তাঁরই মানিক-রতন।
মায়েরা সব থাকুক ভালো
করি তাঁদের জয়গান,
মাকে সমাদর করো সবে
ওহে ধরাবাসী, সর্ব নওজোয়ান।