লোকে কয়,
ভালবাসলে নাকি মিথ্যা বলতে হয়,
এই যেমন তুমি খুব সুন্দর;
যদিও সে তা নয় ।
যেমন তোমাকে ছাড়া বাঁচবো না,
আসলে কি এটা  সম্ভব হয়?
যেমন তুমি আমার জীবন-মরণ ,
আসলে মরণে কি কেউ সাথী হয়?
যেমন তুমি আমার মন -প্রাণ
আসলে হৃদপিণ্ড কি ভাষা বোঝে?
সেখানে কি কাউকে রাখা যায়?
এমন আরও আছে কত কি !
প্রেমিকের মনে কত কিছু জাগে!
কত কিছু অনুভুতিতে মারে উঁকি -ঝুকি !
আসলে কি -
ভালোবাসলে শুধু ভালোই বাসতে হয়,
বাঁকি কিছুর কি দরকার হয়?
আর মিথ্যা কথা ?
না, না, সে তো অবশ্যই নয়।