না হয় তুমি নাই বা এলে
না হয় আমার কথার ঝুড়ি রইল ভরে,
না হয় দেখে যাব স্বপ্ন
ভালোবেসে তোমায় প্রতি ভোরে।
না হয় আমার মালার ফুলগুলো
যাবে একে একে ঝরে,
না হয় সময়ের স্রোতে
তুমি যাবে আরও দূরে সরে।
না হয় আমার কবিতায়
লিখে রাখবো তোমারি সৃতি
না হয় বেহালার তারে গেঁথে রাখবো
তোমার তঁরে আমার প্রেম গীতি।
না হয় পিদুম আলোয়
ডাইরির পাতা ভরে রাখবো তোমায় ভেবে,
না হয় জীবনের ঘন কুয়াসায়
তোমাকে ছেড়ে ভুবন ছেড়ে যেতে হবে।
তবু যতদিন আছি,
এ ভবেতে যত দিন বাঁচি,
তোমারি তরে দিয়ে যাব সব,
সব ভালোবাসা, আমার সব অনুভুতি,
না হয় তুমি রইলেই বা দূরে
আমা হীনা নিথর নীরব।