হৃদয়ে আজ ঝড়ো হাওয়া বয়
তোমার দেয়া সৃতি,
অভিমান খুনসুটি,
গহীন পিঞ্জরে বিষম হুল ভুটায়।


তুমি আজ বহুদূরে ,
চলে গেলে একা ফেলে,
অন্যের হাত ধরে ,
দূর কোন গাঁয়।


কেন তুমি এভাবে,
আমাকে কাঁদালে,
ভুল কিছু ছিল কি?
বলে গেলে না।


চলে যদি যাবে প্রিয় ,
ভেঙ্গে-চুরে হৃদ গৃহ,
ভুলে যাবার ঔষধ কেন
দিয়ে গেলে না?