বই পড়া দরকার নিজেকে জানতে।
বই পড়া দরকার বুদ্ধির দ্বার খুলতে ।
বই পড়া দরকার কুসংস্কারের শিকর তুলতে।
বই পড়া দরকার জীবন কৌশল জানতে।
বই পড়া দরকার সফলের নৌকায় চড়তে।
বই পড়া দরকার স্বপনের দেশে ঘুরতে ।
বই পড়া দরকার পৃথিবীর রূপ দেখতে ।
বই পড়া দরকার একা একা হাঁসতে ।
বই পড়া দরকার প্রেয়সীর মন জানতে ।
বই পড়া দরকার আসল বন্ধু হতে ।
বই পড়া দরকার অনুভুতির দোকান খুলতে ।
বই পড়া দরকার প্রেমের চিঠি লিখতে।
বই পড়া দরকার নিজেকে ভুলতে ।
বই পড়া দরকার অজানাকে জানতে ।
বই পড়া দরকার ভুলের গাছ তুলতে ।
বই পড়া দরকার বিনা বাতাসে দুলতে।
বই পড়া দরকার পাখা বিহীন উড়তে।
বই পড়া দরকার গর্বের ঝুল ঝাড়তে।
বই পড়া দরকার সমাজ আলো জ্বালতে।
যে যত পড়ে, সে তত জানে,
যে যত জানে, বাড়ে সে জ্ঞানে,
বাড়ে যে জ্ঞানে, সবাই তাঁরে মানে।
তাই পড় বই বেশি বেশি
পরানের বাড়ি থাকুক হাসি-খুশি।