এইতো সেই দিনের কথা
বেশি দিন হয়নি তো,
হাতে হাত রেখে
চোখে চোখ রেখে
কথা দিয়ে ছিলে কত শত।
বলেছিলে ভালোবাসো  আমায়,
আমার ছবি খানি নাকি;
ভাসে তোমার ঐ দুটি চোখের তাঁরায়।
বলেছিলে তুমি, ভুলিনি আমি;
থাকি নাকি আমি তোমার স্বপ্ন আঙ্গিনায়।
বলেছিলে তুমি থাকবে সদা পাঁশে
আমার তরে রবে অপেক্ষায়
সারা জীবন তুমি থাকবে আমার আশে,
কিন্তু কই নেই তো তুমি আজ,
পাখি হয়ে উড়ে গেছে স্বপ্নগুলো,
রিক্ত সিক্ত আজ আমি নোনা জলে,
স্মৃতি হয়ে গেছ তুমি,
জীবন আজ মরুভূমি কোনভাবে চলে।
কেন এমন হয়?
কেন কথারা করে ছল,?
কেন প্রতিজ্ঞা গুলো যায় হেরে?
কেন ভালোবেসে প্রতিদানে
পেলাম এক বিষাদ সমুদ্র অতল।
জানি আমি জানি,
প্রশ্নরা পাবেনা তোমায় খুঁজে,
জানি আমি আছ হয়তো তুমি সুখে
সয়ে যাই আমি হৃদ রক্তক্ষরণ মুখ বুজে।
তবু তুমি হও সুখী সেটাই আমি চাই
ভালোবেসে ছিলাম, আজও বাসি
আগে যেমন ছিলাম, এখনো আছি তাই
আছে তোমার স্মৃতি অথচ তুমি নাই।