ধনীর ঘর রহে ধনেতে ভরা ,
গরীব কাঁদে বসে,
কি আজব ধরা!!
যার আছে যত বেশি
সে আরও চায়;
জীর্ণ পথিক তাই
ক্ষুধাতে ঘুমায়।
চারিদিকে চেয়ে দেখি ,
ধর্ম – কর্ম মেকি ;
স্বার্থে ভরা ধরা ,
সুখী কেহ নয়।