আকাশের তাঁরা কে ডেকে বলি
এস প্রিয় তোমাতে মোর
স্বপ্নগুলো বেঁধে ফেলি,
চাঁদ তখন হেসে বলে
কেন দুরে যাও?
আছি তো আমি কাছে
আমায় ছুঁয়ে তো নেও!
জগত হেঁকে বলে
বাছার বেড়েছে বাড়!
জমিনে থেকে কেন সে
আকাশে বাঁধে ঘর?
বাস্তবে থাকা কি উত্তম নয়?
পিপীলিকা অভিমানে মাথা নেড়ে কয়।
আমি তখন মনগাঙ্গে বিষম জ্বালায়,
স্বপ্ন বুঝি গেল ভেসে নিরুৎসাহের নায়,
মিটি মিটি করে তখন একটি তাঁরা
বলে ডেকে কথা ওদের সব মনগড়া,
স্বপ্ন যাদের ছোট অতি
জীর্ণতা তাদেরই সাথী  
অসম্ভব বলে তো কিছু নাই
হউক না থলি শূন্য- ফাটা
স্বপ্নটা কিন্তু সদা মহৎ চাই।
স্বপ্ন হল বন্ধুবর জীবনের আলো
জেগে উঠো , দৃঢ় মনে আজি
স্বপ্ন সুখে সম্মুখে ছুটে চলো।