কি আমার নেই ওহে
তা নিয়ে মোটেই ভাবি না,
যা আছে তা কিভাবে সাঁজাই!
কোন ভুবনে তা কাজে লাগাই!
তা ভাবনে আমি কিন্তু ভুল করি না।
না থাকার বেদনাটা থাকে সবার,
আসলে তা নিয়ে ভাবা এক্কেবারেই বেকার।
যা আছে তা নিয়ে যে গড়ে তোলে মন,
বিষণ্ণতার ঘোর সে যে করে অতিক্রম,
নতুন জ্ঞানের শিখায় সত্যের উন্মোচন
জীবন পায় তক্ষনি সুখ-নামক ধন।