আষাঢ় গেল, গেল শ্রাবণ, এক এক করে
মনটা আমার ভুকা রইল
আঁখিতে বারিষ ঝরে ।
ভাদ্র এলো কাশবনে
এলো আশ্বিন মাস,  
ভাবলাম আমি পাব তাঁরে
রইবে আশ-পাশ।  
কার্ত্তিক এলো কেমন যেন
অগ্রাহায়নে দেখিনি তাঁর মুখ,
পৌষ –মাঘে শীতের লাগি
দেহ মনে ছিলনা সুখ।
চৈত্র যখন এলো সবে
গাছে নতুন ফুল,
মনটা আমার তাঁরি লাগি হইলো ব্যাকুল।  
বৈশাখ মাসে, আর তো এখন মানা নাহি যায়;
নতুন বছর এলো যে আজি,  
তাঁরে, হ্যাঁ, তাঁরেই মন চায়।