ঘড়ির কাঁটাটা টিক টিক করে,
তোমার কথা শুধু মনে পড়ে,
শ্রাবণের বারিধারা বাহিরে ঝড়ে,
তোমার অনুভুতি জ্বালাতন করে।
তোমায় ভেবে ভেবে দিন হল সারা,
আপন যারা ছিল পর হল তারা।
কেমন অনুভুতি যে কারে গিয়ে বলি?  
তোমায় সঙ্গে করে সর্বদা চলি।
এ অসুখ বেজায় ভারী ওষুধে না সাড়ে,
তোমার নেশা যেন দিনে দিন বাড়ে।
কলমে কাগজে শুধু তোমার কথা,
লোকে বলে আমার নাকি খারাপ হল মাথা।
আমি জানি তোমায় নিয়ে আছি কেমন ,
তুমি আছো বলে তাই দেখি স্বপন ।
তুমি আছো বলে তাই ভাবনাটা জাগে,
তুমি নামক কথাটি দারুন লাগে।
ঘড়ির কাঁটাটা শুধু টিক টিক করে
তোমার অনুভুতি আমায় জ্বালাতন করে।