আমি যদি পাখি হতাম,
থাকত যদি ডানা,
তোমায় নিয়ে ঊড়ে যেতাম,
টপকে সকল মানা।
পাশা-পাশি বসে তোমার
নীল সাগরের তীরে,
তোমার চোখে তাকিয়ে থাকতাম
হাতটি তোমার ধরে।
প্রেমের ঢেউয়ে লম্ফ দিয়ে
দুয়ার মনের খুলে,
গল্প হতো সকাল বিকাল
বিষাদ-ব্যথা ভূলে।
ভালোবাসা,ওগো এমন আশা
কতো কিছু চায়,
ভাষায় আমি অতি অপটু;
বোঝানো যে বড় দায়।
তোমায় নিয়ে কত যে স্বপ্ন!
বলি যে কেমনে হায়,
মনটা আমার তোমাকেই নিয়ে
উড়াল দিতে চায়,  
ঠিকানা বিহীন, হটাৎ একদিন;
অপরূপ অজানায়।