তুমি আমি দুজনে
বসে রইবো সেখানে ,
যেখানে পাখিরা গায় গান,
যেখানে রাখালের বাঁশী,
ভর দুপুরের বটের ছায়ায়
জুড়ায়ে যায় ক্লান্ত পথিকের প্রাণ।
তুমি আমি দুজনে
বসে রইবো সেখানে,
যেখানে শাপলারা হাসে
হিজলের ফল চুমু খায় জলে
হংসেরা সব ভাসে দলে দলে ।
তুমি আমি দুজনে
বসে রইবো সেখানে,
যেখানে ফুলের মৌ মৌ সুবাসে
ভোমরেরা দলে ছুটে আসে
দেখবো দুজনে একই নয়নে
কার হৃদয়ে কি আছে!  
তুমি আমি দুজনে
বসে রইবো সেখানে,
যেখানে আকাশ মিশেছে জমিনে,
হারিয়ে যাব ভালোবেসে
তুমি আর আমি দুজনে
নিশ্চিন্ত দেশে, স্বপন রাজের অজানা ভুবনে।