তুমি এলেনা বলে
শব্দেরা জটলা বেঁধেছে,
কবিতার খাতাটি শূন্য;
কলমে রক্ত উঠেছে,
অনুভুতিরা চুপটি মেরে আছ,
এভাবে কি জীবন চলে?
তুমি এলেনা বলে
মনের বাগানের ফুলগুলো
কেন জানি বিলায় না সুবাস ,
সৃষ্টির পাখিরা নিস্তব্ধ নিথর;
জুড়ায় না পরাণ সকালের মিষ্টি বাতাস।
তুমি এলেনা বলে,
শ্বাসরুদ্ধ আমি,
হৃদ আকাশে ঘ্ণ কালো মেঘের আভাস,  
বৃষ্টি নামবে বুঝি আজি,
শুধু তুমি এলেনা বলে।