অবিবাহিত মেয়ে
তোমাকে নিয়ে
কত কিছু লেখা যায়,
সঙ্গি করে তোমায়
মেঘে ভেসে থাকা যায়,
তোমাকে নিয়ে চাঁদেরই সাথে
গল্প করা যায়,
তোমাকে নিয়ে
স্বপ্নের আকাশে ঘর বাঁধা যায়,
তোমাকে নিয়ে প্রেম সমুদ্রে
ভাঙ্গা গড়া দেখা যায়,
তোমারি হাসিতে হৃদয় হারিয়ে
হোঁচট খাওয়া যায়,
তোমারি পথ চেয়ে
খাওয়া-দাওয়া ছেড়ে
ধৈর্য পরীক্ষা দেয়া যায়,
তোমাকে নিয়ে জোনাকির সাথে
লুকোচুরি খেলা যায়,  
তোমার সাথে তর্ক করে
বিরহের গান গাওয়া যায়,
তুমি যে কেন এত ভালো!
কেন যে হৃদে আগুন জ্বালো!
সেই উত্তর আমি খুজি;  
যেমন অন্ধ খোঁজে আলো।