মা নাম আছে বলে,
জগতের আলো দেখি,
বিপদে সে, শয্যায় সে,
তাঁরি কোলে মাথা রাখি।
খেয়েছো কি বাছা ?
ডেকে মোরে কয়,
শুকনা মুখ কেন?
গলাটা কেন ভারি?
সেকথা সুধায়।
কে বুঝেরে ওহে বুকেরি ব্যথা,
কাকে বলা যায় মনেরি কথা?
মায়ের মতো কেউ কি হয়?
কত জ্বালাতন সয়ে যায় সে,
ক্ষুধা নেই তাঁর, ঘুম গেছে ভেসে,
তবু বলে হেসে,
আর কি চাই?
আঁচলে তাঁর ওহে মুখটা লুকাই।
তাঁর মতো কেউ  হয় বলো প্রিয়?
মাকে তাই সবে ভালোবাসাটুকু দিও।