চাতক যেমন ভালোবাসে বৃষ্টিকে,
অন্ধ যেমন  ভালোবাসে দৃষ্টিকে,
স্রষ্টা যেমন ভালোবাসে তাঁর সৃষ্টিকে,
মেঘ যেমন ভালোবাসে হাওয়াকে,
সাগর যেমন ভালোবাসে ঢেউ খেলাকে,
নদী যেমন ভালোবাসে মোহনাকে,  
শিশু যেমন ভালোবাসে মায়ের আঁচলকে,  
মেয়ে যেমন ভালোবাসে আয়নাকে,
ভোমর যেমন ভালোবাসে ফুল-কলিকে,
জোনাকি যেমন ভালোবাসে জ্যোৎস্নাকে,
চাঁদ যেমন ভালোবাসে রাত্রিকে,
আমি তেমন ভালোবাসি আমার হিয়াকে,
হৃদয় ঘরে যে মোরে সযত্নে রাখে,
চোখের তারায় যে মোর ছবিটা আঁকে,  
তাঁরি প্রেমে হাবুডুবু দিনে রাতে খাই,
ভালোবাসী তাঁরেই আমি  
পরাণের ডাকে যারে পাই।