সে ছিল আমার বড়ই আপনজন
দৃষ্টির সীমানায় এলে সে
হতো হৃদে সহসা অসহ্য কম্পন।
স্পর্শে তাঁর দেখতাম আমি
হাজারো সর্ষে ফুল,
হাঁসিতে তাঁর চমক ছিল
হয়ে যেতাম মশগুল।
কথাতে তাঁর সুর ছিল বেশি
ভুলে যেতাম সব কিছু,
হাটা-চলা ছিল সাধারণ তবু
ছাড়া যেত না তাঁর পিছু।
এত তাঁরে বাসতাম ভালো
কবিতায় না যায় বলা,
সে ছিল আমার হৃদপিণ্ডের মত
আশা -ভরসার ভেলা।
পরে কোন একদিন
সুভ্র মেঘ এসে,
নিয়ে গেল তাঁরে কোথায়,
ভালোবাসা আমার হারিয়ে গেল
বিষাদে প্রাণ আজ যায় যায়।
ভালোবাসা যদি ভালোবাসাই  হয়
ভোলা কি কভু তাঁরে যায়?
হারানোর ব্যথা কি যে বিভীষিকা
যে হারায় সে হাড়ে হাড়ে টের পায়।