তোমারি ছবি আঁকি বেদনারই তুলিতে,
যে বাঁধনে বেঁধেছ,পারিনা তো ভুলিতে।


আমার হৃদয়ের পৃথিবী ছিঁড়ে উড়ে গেলে তুমি।
জীবন হল আজ জলশূন্য ভূমি।


ভালোবাসা হলো সমুদ্রের কল্লোল,
যেতে-আসতে হিয়াকে করে তোলে হিল্লোল।
জোয়ারের ন্যায় এসে
হিয়াকে করে তোলে আনন্দপূর্ণ।
আবার ভাটাসদৃশ অকস্মাৎ
হিয়াকে করে দর্পনসম চূর্ণ-বিচূর্ণ।


নদী আপন বেগে বয়ে চলে,
কখনো হয়না শান্ত।
তেমনি আমি তোমারে খুঁজে যাই,
মন হয়নি ক্ষান্ত।


চেয়েছিনু তোমারে অফুরন্ত ভালোবাসা দিতে,
প্রতিদানে প্রকৃত ভালোবাসা পেতে।
তুমি পারোনি আমাকে এতটুকু ভালোবাসিতে,
তবুও তুমি রয়েছ,আমার হৃদয়ের ক্যানভাসেতে।


জানিনা কয়েক বছর পরে তুমি থাকবে কোথায়,
তবুও আমি চিরকাল রোইবো বসে তোমার অপেক্ষায়।