আশা,আশা, আশা
তুমি হয়োনা কভু নিরাশা।
আশা কল্পনার একগুচ্ছ রাশি,
বারে বারে সেই বিন্দুতেই ফিরে আসি।


বৃক্ষে শত-সহস্র পুষ্প ফোটে,
তবে সবই কি দেবতার চরণে পুষ্পাঞ্জলি হয়ে ওঠে?
তেমনি মানব হৃদয়ে বহু আশা থাকে সুপ্ত,
তারি মধ্যে অধিকতর আশা হয় লুপ্ত।
বেশি আশা করা ভালো নয়,
পাছে হবে সময় ক্ষয়।


আশা হল মনের অপ্রকাশিত কিছু শব্দ,
হিয়ার মাঝে নিশ্চল-নিশ্চুপ থাকে কয়েক খ্রিস্টাব্দ।
আশা-আকাঙ্খা নিয়েই,আমরা আছি সুখে,,
আশা আছে বলেই আমরা আছি বেঁচে।


আশা যেন কুল-কুল সুরে বয়ে যাওয়া এক নদী,
মনকে তৃপ্ত করে,বাস্তব হয় যদি!
আশা সেতো ইচ্ছে পূরনের এক অংশ,
আশা সেতো মানব জীবনের বংশ।