জনম থেকে মিরতুর আগে অবদি,
জীবনে কিছু-কিছু মুহূর্ত আসে।          
যেমন, কোন কবির কাছে একটি কবিতার মুহূর্ত,
যেন বিরাট মনোরাজ্যে রোমাঞ্চকর অনুভূতির শূন্যস্থান পূরণ।
তবে শত-সহস্র ব্যস্ততার মাঝে
মানুষ সেই মুহূর্তকে হারিয়ে ফেলে।
নতুবা,অর্থ পিপাসার লোভে
মানুষ তা অবহেলায় ঠেলে দেয়।
মনুষ্যজাতি এটা ভুলে যাই-----
যে অর্থই অন্তিম শ্লোক নয়।
জীবনের প্রতিটি মুহূর্ত
উপভোগ করাই হল প্রধান সংকল্প।
তবে আমি নিজেকে lucky ভাবি,
কেননা জীবনের খন্ড-খন্ড মুহূর্তগুলো,
প্রাণ ভরে উপভোগ করি।
একটু ভেবে দেখুন!
আপনি কি সেই মুহূর্তগুলো উপভোগ করেন?